বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
spot_img
Homeআইন-অপরাধকলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা,বালু জব্দ

কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা,বালু জব্দ

মোঃ রিপন মিয়া নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. খোকন (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে।

শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। মো. খোকন উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা গ্রামের রহমত আলীর পুত্র। জানা গেছে, উপজেলার রংছাতি ইউনিয়নের শালিকাবাম নামক এলাকায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র।

এ খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বিকেলে সেখানে অভিযান চালান। পরে সেখানে বালু উত্তোলন করা অবস্থায় মো. খোকনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে ভবিষ্যতে এমন কাজ না করার বিষয়ে মুচলেকা দেন তিনি।

অভিযান অব্যাহত থাকবে বলে সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম জানান , আনুমানিক ৫০০(পাচশত) ঘনফুট সিলেকশন বালু ও ১২০০ (একহাজার দুইশত) ঘনফুট ভিট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করার পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ