বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img
Homeক্রীড়াঙ্গনফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন হাজী মনির...

ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন হাজী মনির আহমেদ কলেজ

জহিরুল আলম কামরুল,ফেনী জেলা প্রশাসন ও ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে,জেলা ক্রীড়া সংস্হার সহযোগিতায় ও ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (২২জুন) বিকেলে ফেনী ভাষা

শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ফেনী সদরের ফাজিলপুর সাউথ ইস্ট কলেজ ফুলগাজী জিএমহাট হাজী মনির আহমেদ

কলেজের মোকাবেলা করে। হাজী মনির আহমেদ কলেজ ১-০ গোলে সাউথ ইস্ট কলেজকে হারিয়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল-উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) ফাহমিদা হকের সভাপতিত্বে ফেনী জেলা ক্রীড়া

সংস্হার কোষাধ‍্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, ফেনীর স্হানীয় সরকার উপ-পরিচালক গোলাম মোঃ বাতেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন পাটোয়ারী, ষ্টার স্টারলাইন গ্রুপের ব‍্যবস্হাপনা পরিচালক ও জেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি জাফর উদ্দিন, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি মজিবুল হক রিপন, জিএমহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন রতন, চ‍্যানেল-24 এর ফেনী জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন।
জানা যায়, নক আউট ভিত্তিতে পরিচালিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ফেনী জেলার ২০টি কলেজ অংশগ্রহণ করেছে।

ফাইনাল খেলা দেখার জন‍্য মাঠে বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন। এ ছাড়া অংশগ্রহণকারী কলেজ গুলোর শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি ও চোখে পড়ার মতো।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ