শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
spot_img
Homeসারাদেশরংপুরকুড়িগ্রামে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি

কুড়িগ্রামে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত বন্যা আশ্রয়কেন্দ্র ও রেসকিউ বোর্ড পরিদর্শন করেছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক বিশেষ দূত ম্যামি মিজুতরি।

বুধবার(৫ জুলাই) সকালে কুড়িগ্রাম সদর উপজেলায় বাস্তবায়িত যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

এসময় অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. কামরুল আহসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউএনডিপির প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় জাতিসংঘের দূত দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপসহ বন্যা আশ্রয়কেন্দ্রের বিভিন্ন সুবিধাদির ভূয়সী প্রসংশা করেন। সবশেষে তিনি দুর্যোগ আক্রান্ত জনগোষ্ঠীর জন্য প্রদানকৃত উদ্ধারযান পরিদর্শন করে ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম ত্যাগ করেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ