রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
spot_img
Homeপাঠকের কলামউলিপুরে দীর্ঘ ৪০ বছর পর রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী

উলিপুরে দীর্ঘ ৪০ বছর পর রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ দীর্ঘ ৪০ বছর পর সীমাহীন দু‌র্ভো‌গের অবসান ঘটল দুই গ্রামের তিন হাজার মানুষের। চলাচ‌লের রাস্তা ফি‌রে পাওয়ায় উৎস‌বের আমেজ বিরাজ কর‌ছে জেলার উলিপুর পৌরসভার না‌রি‌কেল বা‌ড়ী

এলাকার বা‌সিন্দাদের। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাস্তাটি উদ্বোধন করেন পৌর মেয়র মামুন সরকার মিঠু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজু, নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, পৌরসভায় নারিকেল বা‌ড়ী গ্রামটি ১১ পাড়া নিয়ে চার নম্বর ওয়ার্ড গঠিত। ওয়ার্ডটির পশ্চিমের সীমান্তঘেঁষা থেতরাই ইউনিয়ন। পৌরসভা পৌরসভার না‌রি‌কেল বা‌ড়ী ও থেতরাই ইউনিয়নের হারুনেফড়া গ্রামের

৭০০ পরিবারের প্রায় তিন হাজার লোকের বসবাস। কিন্তু এসব বা‌সিন্দা‌দের যাতায়াতের জন্য কোনো সুব্যবস্থা ছিল না পৌরসভার পূর্ব ছড়ার পার থে‌কে থেতরাই ইউনিয়‌নের গোপা‌লের ছড়া পর্যন্ত প্রায় এক কি‌লোমিটার সরু

ভাঙা‌চোরা রাস্তা‌ ছিল। যা প্রায় ৪০ বছর ধ‌রে অব‌হে‌লিত। একা‌ধিকবার জনপ্রতি‌নি‌ধি পরিবর্তন হ‌লেও এলাকাবাসীর ভা‌গ্যের প‌রিবর্তন হয়‌নি। অব‌শে‌ষে চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজুর উদ্যো‌গে রাস্তা‌টির ভরাট কাজ শুরু হয়। প্রায় এক মাস পর ১৪ ফুট প্রশস্ত এক কি‌লোমিটার রাস্তা‌টির সংস্কার করা হয়।

স্থানীয় আব্দুর রশিদ, হাফেজ উদ্দিন, আয়নাল হক, আব্দুল কুদ্দুস, কাশেম আলীসহ একা‌ধিক বা‌সিন্দা জানান, রাস্তাটি না থাকায় গ্রামের কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারতাম না। নানা সমস্যায় পড়তে

হতো। এমনকি কেউ মারা গেলে লাশ নি‌য়ে বের হ‌ওয়ার উপায় ছিল না। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী ও পথচারীদের দু‌র্ভো‌গের সীমা ছিল না। অ‌নেক‌দিন পর রাস্তা‌টি সংস্কার হওয়ায় দীর্ঘ দি‌নের ভোগা‌ন্তির লাঘব হ‌লো।

স্কুল শিক্ষার্থী মণি ও মিজবাহউল ইসলাম জানান, আগে আমরা অন্যের বাড়ির ভেতর দিয়ে স্কুলে যাইতাম। অনেক সময় কটু কথা শুনতে হতো এখন রাস্তা নির্মাণ হয়েছে সহজে স্কুলে যেতে পাবো আর কটু কথা শুনতে হবে না।

গৃহবধূ সাহের বানু বেগম বলেন, এক সময় চলাচলের জন্য কোনো রাস্তা ছিল না। এখন রাস্তা নির্মাণ হয়েছে সব গাড়ি চলাচল করতে পার‌বে আমরা খুশি।

নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিনর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার বলেন, প্রায় ৪০ বছর পর নতুন রাস্তা পেলাম। এজন্য পৌর কাউন্সিল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজু বলেন, আমার বয়সে দেখি নাই এই রাস্তায় দিয়ে কোনো যানবাহন চলেছে। বিগত সময়ে কোনো জনপ্রতিনিধিরাও রাস্তাটি করার ব্যাপারে পদক্ষেপ নেননি। আমি

কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আপাতত মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করে জনসাধারণের চলাচলের দুর্ভোগ দূর করার চেষ্টা করেছি মাত্র।

উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার বলেন, এলাকাবাসীর চলাচলের স্বার্থে এই রাস্তাটি ‌মেয়র ও কাউন্সিলর মহোদয় করে দিলেন। তাদের পৌর পরিষদের মেয়াদেই রাস্তাটি পাঁকাকরণ করে দিবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনসাধারণের চলাচলের জন্য এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে রাস্তাটি পাঁকা করণের ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ