গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯১টির বা ২৪.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ১৩.৪০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৭.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর ৩.৮০ টাকা বা ২৮.৩৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ১৮.৩০ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১২.৩৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ১০.৯৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৬৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮.৪০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৮.৩৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭.০৯ শতাংশ, রহিমা ফুডের ৬.৬৩ শতাংশ এবং হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দর ৬.৪৪ শতাংশ বেড়েছে।