মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর। শেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান এর সাথে তাঁর কার্যালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন শেরপুর জেলার নবাগত
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।শনিবার (১৪ সেপ্টেম্বর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ সুপার প্রথমে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
জানান। এবং পরে পুলিশ সুপার শেরপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।