মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি, সেনবাগের উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে মাদক সেবনের অপরাধে দুই মাদক সেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভ্রাম্যমান
আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলামের আদালত ওই কারাদণ্ডাদেশ প্রদান করে কারাগারে প্রেরণের জন্য সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করে
কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছে ঃ উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির জসিম উদ্দিনের ছেলে মো: পারভেজ আলম প্রকাশ বোমা পারভেজ (২৯)ও ৮ নং বীজবাগ ইউনিয়নের বীজবাগ গ্রামের কাসেম মিস্ত্রি বাড়ির আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মোহন (২৫)।
মাদকসেবীদের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম জানান, দুই মাদকসেবী উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন দক্ষিণ
রাজারামপুর গ্রামের আকু আলী মিজি বাড়ীর অজি উল্যার বসত ঘরে ইয়াবা সেবনকালে তাদেরকে আটক করে মাদদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(৫) ধারা মোতাবেক পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।