বশির আলম, গাজীপুর টঙ্গী কলাবাগান বস্তি এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মোঃ বাচ্চু মিয়া (৬০) গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তির বাসিন্দা।
ভুক্তভোগীর পিতা জানান, গত ২২ ডিসেম্বর রবিবার আমি ও আমার মেয়ে ইতি (১৩) (ছদ্মনাম) বিবাদী বাচ্চুর বাসায় রুম ভাড়া হিসেবে উঠি। তার ভাড়া বাসায় উঠার পর থেকে সে আমার মেয়েকে বিভিন্ন সময়ে বিভিন্ন কু-প্রস্তাব ও বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়।
গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার সময় আমি বাড়ির বাহিরে বাথরুমে গেলে বিবাদী আমার মেয়েকে রুমে একা পেয়ে রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এবং জোরপূর্বক ভাবে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তখন আমার মেয়ে ডাক-চিৎকার শুরু করলে আমি দৌড়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ধাক্কাধাক্কি করি।
বিবাদী দরজা খুলে এই বিষয়ে কাউকে না জানানোর জন্য আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ বিষয়টি আমি আমার আশপাশের বাসিন্দাদের জানাই। এালাকর স্থানীয় এক নেতা বিষয়টি মীমাংসা ও ন্যায় বিচার পাওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু তার কোন অগ্রগতি না দেখে ন্যায় বিচার পাওয়ার আশায় টঙ্গী পশ্চিম থানায় আমি একটি লিখিত অভিযোগ দেই। আশা করি আমি ন্যায় বিচার পাবো।
ভুক্তভোগী শিশুকে ধর্ষণের চেষ্টার বিষয়টি প্রকাশ্যে আসলে ফুঁসে উঠে এলাকার মানুষ। এলাকাবাসী জানান, অভিযুক্ত বাচ্চু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। ইতিপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনার একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তপূর্বক অবিলম্বে আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত বাচ্চুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইস্কান্দার হাবিব জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।