শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধসুবর্ণচরে ৩টি চোরাই মোটরসাইকেল সহ ১ যুবক গ্রেফতার

সুবর্ণচরে ৩টি চোরাই মোটরসাইকেল সহ ১ যুবক গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচর থেকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ মোঃ রাসেল (২৬)নামের ১ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে রাশেরকে উপজেলার আট কপালিয়া বাজারের তার দোকান থেকে একটি মোটরসাইকেল সহ তাকে আটক করে পুলিশ।

এসময় জিজ্ঞাসাবাদে পাশে^র অপর একটি দোকান থেকে আরো দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রাশেলের বাড়ি উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী গ্রামে।

সে ওই গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে এবং সে পেশায় মোটরসাইকেল মেস্ত্রী ও চোর চক্রের একজন সক্রিয় সদস্য। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর রাশেলকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক গ্রেফতারের নিশ্চিত করে জানান, চলতি মাসে সুবর্ণচর থেকে ২টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ওই মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে পুলিশ সতর্ক অবস্থায় থাকে।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাই একটি মোটরসাইকেল সহ মোটরসাইকেল মিস্ত্রী রাসেলকে উপজেলার আট কপালিয়া বাজারের তার দোকান থেকে আটক করে পুলিশ। এসময় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ তার দেওয়া তথ্য মতে আরো ২টি মোটরসাইকেল আট কপালিয়া বাজারের অন্য একটি দোকান থেকে জব্দ করে পুলিশ।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ