শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকভারতে একদিনে শনাক্ত প্রায় ৪ লাখ

ভারতে একদিনে শনাক্ত প্রায় ৪ লাখ

ভারতের ওপর দিয়ে সংক্রমণের টর্নেডো বয়ে যাচ্ছে। প্রতিদিন রেকর্ড ভাঙবে করোনাভাইরাস, ভারতে এখন এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই ‘নিয়ম’ হিসেবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে প্রায় ৪ লাখ, মৃত্যু হয়েছে সাড়ে ৩ হাজারেরও বেশি।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকালে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো।

দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৯ এপ্রিল) ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩ হাজার ৫০১ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩৩০ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হিসেবে চিহ্নিত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮৮৮ জন। যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন।

অবশ্য ভারতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৫৩ লাখ ৮৪ হাজারের বেশি রোগী সুস্থ হয়েছে। তবে গত কয়েক দিনে শনাক্তের সংখ্যা বেশি হওয়ায় বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৩ লাখ ৮৪ হাজারের বেশি।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ