বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img
Homeবিনোদনদ্বিতীয় দফায়ও চিত্রনায়ক আলমগীরের করোনা পজিটিভ

দ্বিতীয় দফায়ও চিত্রনায়ক আলমগীরের করোনা পজিটিভ

করোনায় আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর। তবে শুরু থেকেই তিনি শারীরিকভাবে বেশ সুস্থ। এ ছাড়া শরীরে করোনার কোনো লক্ষণ না থাকায় গত ২৮ এপ্রিল তিনি দ্বিতীয় দফায় কোভিড টেস্ট করান

। কিন্তু এবারও তার রিপোর্ট পজিটিভ এসেছে।  তার মেয়ে আঁখি আলমগীর গণমাধ্যমকে জানান, বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষাতে আবার তার করোনা পজিটিভ এসেছে। আশা করি জলদি সবকিছু ঠিক হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই।

বাবার জন্য সবাই দোয়া করবেন।এর আগে গত ২০ এপ্রিল আলমগীর করোনায় আক্রান্ত হন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এরপর গত ১৮ এপ্রিল চিকিৎসকের পরামর্শে করোনা টেস্ট করান আলমগীর।

পজিটিভ রিপোর্ট আসায় তাকে তখন হাসপাতালে ভর্তি করা হয়।১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করা আলমগীর ১৯৭৩ সালে অভিনয়ে এসে প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেন।

অভিনয় করে নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায়ও ভূষিত হয়েছেন তিনি।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ