শনিবার, অক্টোবর ৫, ২০২৪
spot_img
Homeসারাদেশঈদে ঘরমুখী মানুষের ঢল

ঈদে ঘরমুখী মানুষের ঢল

ঈদ বলে কথা। ‘বাড়িতে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলে কি ঈদ হবে’ এমনটাই দাবি বাড়ি ফেরার চেষ্টায় থাকা মানুষের।

রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে আমিনবাজার গিয়ে বাস ও ট্রাকে উঠছেন ঘরমুখো মানুষ।  করোনা সংক্রমণের ভয় নেই তাদের মাঝে।

পাত্তাই পাচ্ছে না ঈদে গ্রামমুখী জনস্রোতের কাছে করোনার সংক্রমনের ভয়। বিধিনিষেধ অমান্য করে মাইক্রোবাস, ট্রাক, পিকআপে এবং বাসেও বাড়ি যাচ্ছেন লাখো মানুষ।

আজ মঙ্গলবার হেমায়েতপুর ও আমিনবাজারে দেখা যায় ঘরমুখো মানুষের স্রোত। উত্তরবঙ্গগামী লাখো মানুষ সেখানে জড়ো হয়েছেন গ্রামের বাড়ি ফেরার আশায়।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে গণপরিবহন চলাচলে সরকারি বিধিনিষেধ থাকলেও আমিনবাজার থেকে উত্তরবঙ্গগামী কিছু বাস ছেড়ে যেতে দেখা যায়।

টেকনিক্যাল মোড় থেকে হেঁটে ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমিনবাজার যাচ্ছেন গ্রামমুখী মানুষ। তারপর সেখান থেকে বাস, মাইক্রোবাস ও ট্রাকে গ্রামে যাচ্ছেন তারা।

এছাড়া মাইক্রোবাস ভাড়া করেও গ্রামে যেতে দেখা গেছে ঘরমুখো মানুষদের। ৩০ হাজার টাকায় মাইক্রোবাস ভাড়া করে রংপুরে যাচ্ছেন তারা।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ