বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img
Homeসারাদেশময়মনসিংহক্যান্সারে আক্রান্ত অসহায় মায়ের পাশে দাঁড়ালেন "আলোর সন্ধানে ঝিনাইগাতী

ক্যান্সারে আক্রান্ত অসহায় মায়ের পাশে দাঁড়ালেন “আলোর সন্ধানে ঝিনাইগাতী

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের প্রতাব নগর গ্রামের দরিদ্র রাজমিস্ত্রী আজহার আলীর স্ত্রী রহিমা বেগমের ক্যান্সারে আক্রান্ত অসহায় মায়ের পাশে দাঁড়ালেন “আলোর সন্ধানে ঝিনাইগাতী”(আসঝি)স্বেচ্ছাসেবী সংগঠন।জানা গেছে, ওই নারী ক্যান্সারে আক্রান্ত। তাকে নিয়মিত কেমো থেরাপি দিতে হয়।

এতে ওই দরিদ্র রাজমিস্ত্রী আজহার আলীর পক্ষে চিকিসার ব্যয়ভার বহন করা কষ্টকর।এমন সংবাদের ভিত্তিতে “আলোর সন্ধানে ঝিনাইগাতী”(আসঝি)স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসেন ওই নারীকে মানবিক সাহায্যের করার জন্য।

এরই ফলশ্রুতিতে সংগঠনের পক্ষ হতে নগদ অর্থ ৮০০০/- প্রদান করা হয়।এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রশিদ ও সাধারণ সম্পাদক আদিব আদনান সোহেল রোগীর হাতে টাকা তুলে দেন। এ মহতি উদ্যোগে যারা শরীক হয়েছেন,আরিফুল, আল মাসুদ, শান্ত, এ এফ উমর ফারুক, নাইম, সজিব, সুকুমার, এম এ হামিদ, আরিফুল আলিফ, আদিব আদনান,সোহেল, হারুনুর রশীদ, সোয়াদিন শান্ত প্রমুখ।

আজ ১জুন মঙ্গলবার আলোর সন্ধানে ঝিনাইগাতী”(আসঝি) সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করে সকলের কাছে দোয়া কামনা করেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ