শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_img
Homeবিশেষ সংবাদউলিপুরে ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল যুবকের

উলিপুরে ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল যুবকের

কুড়িগ্রামের উলিপুরে ফুটবল খেলার ধারাভাষ্য দি‌তে গি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আতাউর রহমান আতা (২৪) না‌মে এক যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহত যুবক বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের আঠারপাইকা গ্রা‌মের সা‌বেত আলীর ছেলে।

এ ঘটনায় একই গ্রা‌মের বিবুরু‌দ্দি‌নের ছেলে শিমুল মিয়া গুরুতর আহত হ‌য়ে‌ছেন। স্থানীয় সূ‌ত্রে জানা যায়, র‌বিবার (২০ জুন) সন্ধ‌্যায় উপ‌জেলার আঠার পাইকা ভা‌টিটা‌রি গ্রা‌মে পার্শ্বব‌র্তী সেচ লাইন থে‌কে বিদ‌্যুৎসং‌যোগ নি‌য়ে মাইক বা‌জি‌য়ে একদল যুবক ফুটবল খেল‌ছিল।

খেলার সময় একজন ফুটবল‌টি জো‌রে আঘাত কর‌লে বল‌টি খেলার মা‌ঠের পা‌শে বিদ‌্যু‌তের খুঁটির ট্রান্স‌মিটা‌রের তা‌রে ধাক্কা লা‌গে।

প‌রে আক‌স্মিক মাই‌কে বিদ‌্যুতের লাইন সঞ্চালন হয়। এ সময় খেলার ধারা বিবরণী দি‌তে থাকা আতাউর রহমান বিদ‌্যুৎস্পৃষ্ট হন। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়ার প‌থে তার মৃত‌্যু হয়।

এ ঘটনায় তার পাশে থাকা শিমুল মিয়া (১৪) না‌মে এক কি‌শোর গুরুতর আহত হন।স্থানীয় ইউ‌পি সদস‌্য আশরাফুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ