মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধঢাকা কাওরান বাজার এলাকা থেকে মাদকবিরোধ অভিযানে আটক ২৫

ঢাকা কাওরান বাজার এলাকা থেকে মাদকবিরোধ অভিযানে আটক ২৫

মাদকবিরোধী অভিযানে রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে নারী-পুরুষ সহ ২৫ জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত কাওরান বাজার কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, মাদকবিরোধী অভিযানে ১১ জন নারী ও ১৪ জন পুরুষসহ ২৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু কাওরান বাজার এলাকায় নয় রাজধানীর বিভিন্ন অলিগলিতে মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়েছে। আমরা বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছি।

যারা মাদক কারবারীদের প্রশ্রয় দিচ্ছেন এবং এর সাথে জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আটককৃতরা সঙ্ঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য।

তারা পারস্পরিক যোগসাজশে রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ