শনিবার, অক্টোবর ৫, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামবেগমগঞ্জে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে আলিফ নামে এক শ্রমিক নিহত,আহত ১

বেগমগঞ্জে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে আলিফ নামে এক শ্রমিক নিহত,আহত ১

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে পড়ে মোঃ আলিফ (১৭) এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। আলিফ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হরিহরদি গ্রামের আল আমিনের ছেলে।

এ সময় একই এলাকার মোঃ ইমন নামে আরও এক শ্রমিক গুরুত্বর আহত হয়। শনিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের চৌরাস্তায় নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে ওই দুর্ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে চৌমুহনী দকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ নির্মাণে কারিগরি ক্রটি এবং নিন্মমানের কাজের কারণে গার্ডার ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

এখানে নিন্মমানের কাজ চললেও সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠানের তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায়না বলেও তারা অভিযোগ করেন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আলিফ ওই ব্রিজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। প্রত্যেক দিনের মত আজও কাজ করছিল সে।

বিকেল সাড়ে ৪টার দিকে ব্রিজর একটি গার্ডার ধসে পড়লে সে গার্ডারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এবং বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি দল স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রদক্ষেপ নেওয়া হবে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ