মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_img
Homeসাহিত্যআষাঢ় এসেছে; কদম ফুটেছে

আষাঢ় এসেছে; কদম ফুটেছে

কদম এখন একটি দুর্লভ ফুলের নাম! যে কদমকে নিয়ে এতো কিছু আষাঢ়ের বার্তা বাহক সেই প্রিয় কদম ফুলের কদম গাছ এখন হারিয়ে যেতে বসেছে। কোথাও এখন আর আগের মতো কদম গাছ চোঁখে পড়ে না। দেশে এক সময় আষাঢ়ের পুরো সময়টা কদম গাছ ফুলে,ফুলে ভরে থাকতো । সৌন্দর্য পিপাসু মানুষ তা দেখে তৃপ্ত হতেন। বাড়ির আঙ্গিনায়,রাস্তার দু’পাশে কদম গাছ ছিল চোঁখে পড়ার মতো । গ্রামের শিশু-কিশোরেরা কদমতলায় কদম ফুল নিয়ে খেলা করতো । মানুষ প্রিয়জনকে কদম ফুল উপহার দিতো ।

কদম ফুলের সৌন্দর্যে যেন দাগ পড়েছে ! লাভের অঙ্কের হিসেব মিলাতে মানুষ আর কদম গাছ লাগাতে চাইছে না । কদম গাছের জায়গায় মেহেগুনিসহ প্রভৃতি দামি কাঠের গাছ রোপনে ঝুঁকছেন তারা । তবে প্রকৃতির মাঝ থেকে কদম চিরতরে হারিয়ে গেলেও বাংলা সাহিত্যে রিমঝিম আষাঢ় প্রিয় কদমকে তার চিরসঙ্গী করে রাখবে ।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ