শনিবার, অক্টোবর ৫, ২০২৪
spot_img
Homeবিচিত্র সংবাদসুনামগঞ্জে পানিতে ডুবে এক শিশু কন্যার মৃত্যু

সুনামগঞ্জে পানিতে ডুবে এক শিশু কন্যার মৃত্যু

সুনামগঞ্জে পানিতে ডুবে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম- ফারিয়া বেগম (৫)। সে জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের আফিজ আলীর মেয়ে।

আজ বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় নিজ বসতবাড়ির পিছনে অবস্থিত ডোবার পানিতে শিশুকন্যা ফারিয়ার বেগমের লাশ পাওয়া যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ বুধবার (৭ জুলাই) বিকেলে পরিবারের কাউকে না জানিয়ে সহপাটিদের সাথে বাড়ির পিছনে অবস্থিত ডোবার পানিতে খেলতে যায় শিশুকন্যা ফারিয়া বেগম।

খেলা শেষে সন্ধ্যায় সহপাটিরা যে যার বাড়িতে ফিরে আসলেও ফারিয়া আর ফিরে আসেনি। পরে ওই শিশুকন্যার মা-বাবা ও ভাই তাদের আত্মীয়-স্বজন নিয়ে চারদিকে খোঁজাখুজি শুরু করে।

অনেক খোঁজাখুজির পর বাড়ি পিছনের ডোবার পানিতে শিশুকন্যা ফারিয়ার মৃতদেহ ভেসে উঠে। পরে বড়ভাই শাহার ইসলাম তাকে উদ্ধার করে। এঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান সাংবাদিকদের বলেন- শিশুকন্যা ফারিয়ার মৃত্যুতে কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ