করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতেও বইমেলা সীমিত পরিসরে চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে।
রোববার (৪ এপ্রিল) সংস্কৃতি মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর রয়েছে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহারের।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতি এবং সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলার কার্যক্রম চলমান করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এতে আরো বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং জনসমাবেশসহ ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকারও নির্দেশনা দেওয়া হয়।
করোভাইরাসের কারণে এ বছর ফেব্রুয়ারি মাসের পরিবর্তে এপ্রিলের ১৮ তারিখে বইমেলা শুরু হয়। এরপর ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে মেলা। অন্যান্য দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলে। তবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৩১ মার্চ থেকে বইমেলার সময়র্সূচিতে পরিবর্তন আনা হয়। সেদিন থেকে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকে।