বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
spot_img
Homeজাতীয়শতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যায় লঞ্চডুবি

শতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যায় লঞ্চডুবি

নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে রাবিদ আল হাসান নামে একটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চটি নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জ টার্মিনাল ঘাটে যাচ্ছিল।

রবিবার (৪ এপ্রিল) সন্ধা পৌনে সাতটার দিকে ঝড়ের কবলে পড়ে নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।

নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সমিতি হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জ টার্মিনাল যাওয়ার পথে মদনগঞ্জ কয়লাঘাট সেতু সংলগ্ন এলাকায় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ের কারণে নদী উত্তাল থাকায় উদ্ধার কাজ এখনও শুরু করা য়ায়নি। তবে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিসহ অন্য কর্মীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ