মোঃ জাহাঙ্গীর আলম,নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের উদ্যোগে ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সার্বিক সহায়তায় সেনবাগে এক অগ্নি নির্বাপক মহড়া সেনবাগ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধার নেতৃত্বে ও চৌমুহনী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রতন রায়ের সহায়তায় ৫জন ফায়ার ফাইটার যে কোন স্থানে গ্যাস সিলিন্ডার সহ যে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বিচলিত না হয়ে কি ভাবে আগুন নিভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক মহড়াটি করেন।
এ সময় সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা, ওসি তদন্ত ইকবাল হোসেন পাটোয়ারী , সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম , ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন, আবদুল হালিম, সাকসেল হোসেন, মনির হোসেন, দেলোয়ার হোসেন, মাসুদ রানা সহ থানার সকল স্টাফ ও বিপুল সংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।