শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধকরোনায় মারা গেলেন ব্যারিস্টার তানভীর পারভেজ

করোনায় মারা গেলেন ব্যারিস্টার তানভীর পারভেজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজ।

শনিবার সকালে রাজধানীর বাড্ডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৭ বছর। এই আইনজীবী মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরা।

তানভীর পারভেজের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এল এল এম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (ডুলা) সাধারণ সম্পাদক খান মোহাম্মদ শামীম আজিজও বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ মার্চ থেকে বাড্ডার এম জেড হাসপাতালের আইসিইউতে ছিলেন তানভীর পারভেজ। সিলেটের সন্তান তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০তম ব্যাচের ছাত্র ছিলেন। পরে তিনি ইংল্যান্ড থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেন।

সুপ্রিম কোর্টে আইন পেশার পাশাপাশি ভূঁইয়া একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইন বিষয়ে শিক্ষকতা করতেন তানভীর পারভেজ। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

ব্যারিস্টার তানভীরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি এল এল এম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) ও তার সহকর্মীরা।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ