বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
spot_img
Homeকৃষিসমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন বন্ধ থাকবে সমুদ্রে সব ধরনের মাছ আহরণ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস আহরণের জন্য ২০ মে থেকে ৩০ জুলাই ৬৫ দিন মৎস আহরণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে প্রতিবছরেই এই সময়ে নিষিদ্ধ করা হয় সমুদ্রে মৎস শিকার। এই সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়ে থাকে সব ধরনের ট্রলারের মাধ্যমে মাছ ও ক্রিস্টাশিয়ান্স (চিংড়ি, লবস্টার, কাটলফিস ইত্যাদি) আহরণ। এমনকি, নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হয় সামুদ্রিক মৎস বিল-২০২০ অনুযায়ী আইনগত ব্যবস্থাও।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ