বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
spot_img
Homeজাতীয়তিন রুটে ফ্লাইটের অনুমতি পেল বাংলাদেশ

তিন রুটে ফ্লাইটের অনুমতি পেল বাংলাদেশ

অবতরণের অনুমতি নিয়ে জটিলতা ও যাত্রী না থাকায় বিমানের শনিবার (১৭ এপ্রিল) প্রথম দিনের ৫টি ফ্লাইটই বাতিল করা হয়েছে। এদিকে জেদ্দার পর সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট অবতরণের অনুমতি পেয়েছে বাংলাদেশ বিমান।

করোনার ঊধ্বর্গতি নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের পর সৌদি আরবসহ প্রধান ৫টি শ্রমবাজারে বিশেষ ফ্লাইট চালুর উদ্যোগে নতুন আশায় বুক বেধেছিলেন আটকে পড়া প্রবাসী কর্মীরা।

ঘোষিত শিডিউল অনুযায়ী করোনা পরীক্ষার পর শনিবার লকডাউনের মধ্যে কয়েকগুণ বেশি ভাড়ায় গাড়িতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন শত শত প্রবাসী। পরে জানতে পারেন ১০টি বিশেষ ফ্লাইটের মধ্যে ৫টি বাতিল। এতে কেউবা ক্ষোভে ফেটে পড়েন। আর ভিসার মেয়াদ শেষ হতে চলায় হতাশায় মুষড়ে পড়েন অনেকে।

এদিকে প্রবাসীদের বিক্ষোভের খবরে শনিবার (১৭ এপ্রিল) দুপুরে বিমানবন্দরে ছুটে আসেন পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বেসামরিক বিমান পরিবহন সচিব। কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়ে কর্মস্থলে পাঠাতে সংশ্লিস্ট সব দেশের সঙ্গে আলোচনা চলছে বলে যাত্রীদের আশ্বস্ত করেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা দেশগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এবং আমরা বিষয়টাকে খুবই গুরুত্বসহ দেখছি, আপনারা কিভাবে তাড়াতাড়ি গিয়ে কাজে যোগদান করতে পারেন।’

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহে মোট ২১ হাজার কর্মী কর্মস্থলে ফেরার কথা ছিল। সৌদি কতৃর্পক্ষের অনুমতি মেলায় কাল রোববার (১৮ এপ্রিল) থেকে সব ফ্লাইট স্বাভাবিকভাবে যাবে বলে জানিয়েছে জানিয়েছে বাংলাদেশ বিমান।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ