শনিবার, এপ্রিল ২০, ২০২৪
spot_img
Homeসারাদেশঢাকাআরমানিটোলায় রাসায়নিকের গুদামে আগুন; মৃত্যু ৪, দগ্ধ ২০

আরমানিটোলায় রাসায়নিকের গুদামে আগুন; মৃত্যু ৪, দগ্ধ ২০

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। নিহত ৪ জনের মধ্যে ওই ভবনে ৩ জনের ও হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ওই ভবনের নিরাপত্তারক্ষী ও‌লিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা শিক্ষার্থী সুমাইয়া এবং ও‌লিউল্লাহর কাছে বেড়াতে আসা কবীর নামে আরেকজন।

এতে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ অন্তত ২০ জন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদরঘাট ফায়ার স্টেশন ডিউটি ম্যান মো. কাইয়ুম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ