শনিবার, এপ্রিল ২০, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধকোস্পানীগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের মারামারির মামলায় জামিন পেলেন সাংবাদিক-ছাত্রলীগ নেতাসহ ৪ জন

কোস্পানীগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের মারামারির মামলায় জামিন পেলেন সাংবাদিক-ছাত্রলীগ নেতাসহ ৪ জন

নোয়াখালীর কোম্পানীগে আওয়ামীলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় বিস্ফোরক আইনের দায়ের করা ৩টি মামলায় দৈনিক অবজারভারের কোম্পানীগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল ও ১টি মামলায় জামিন পেয়েছেন ছাত্রলী নেতা সহ ৪জন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী ২নং আমলি আদালতের বিচারক এস.এম মোছলে উদ্দিন নিজামের আদালত তাদেরকে জামিনের এ আদেশ দেয়। আসামি পক্ষের আইনজীবী হারুনুর রশীদ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, একই আদালতে মারামারি ও বিস্ফোরক আইনে মামলায় জামিন পেয়েছে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ, বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অহিদ উল্যাহ চৌধুরী দিদার ও তাদের অনুসারী ফখরুল ইসলাম সৌরভ।

তাদের তিন জনের বিরুদ্ধে একটি করে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা ছিল। সাংবাদিক রাসেল দুটি মারামারি ও বিস্ফোরক এবং একটি মারামারি মামলার আসামি ছিল।

উল্লেখ্য, গত (১৭ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক সাংবাদিক, এক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতা করে আদালতে প্রেরণ করে পুলিশ।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ