মোজাম্মেল আলৃম ভূঁইয়া, সুনামগঞ্জে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে ৭ জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (৯ জুন) সকাল ১১টায় তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত জুয়ারীরা হলো- জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সিংগুয়া গ্রামের সামসু মিয়ার ছেলে রায়হান হাসান, একই গ্রামের শফিক মিয়ার ছেলে শামীম আহমদ, একই ইউনিয়নের দিঘলী গ্রামের আব্দুল
ওয়াদুদের ছেলে জসীম উদ্দিন, তকিপুর গ্রামের রজব আলীর ছেলে আব্দুল আলী, বিলপাড় গ্রামের আছলম আলীর ছেলে দুদু মিয়া, পাশের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রামপুর গ্রামের ফয়জুল হকের ছেলে আব্দুল কাইয়ুম ও সিংচাপইড় ইউনিয়ের সিংচাপইড় গ্রামের জুনাব আলীর ছেলে জুবায়েল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ৮টায় ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমের গ্রেফতারকৃত ৭জন জুয়ারীকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন।
এর আগে বিকেলে পৃথক অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ বাজার এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ৭ জুয়ারীকে আটক করা হয়। এব্যাপারে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন জানান- এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।