মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জীবন মান উন্নয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের বরাদ্দকৃত ১৮১ জন শিক্ষার্থীদের মাঝে ২০ টি একটি করে বাইসাইকেল
এবং নগদ ৯ লাখ ৫৭ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২আগষ্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মো. আশরাফুল আলম রাসেল নিজ হাতে শিক্ষার্থীদের কাছে এসব বাইসাইকেল ও নগদ অর্থ প্রদান করেন। এসময় সহকারি কমিশনার (ভুমি) অনিন্দিতা রানী ভৌমিক,ঝিনাইগাতী ট্রাইবাল অয়েল ফেয়ার এসোসিয়েশনের
চেয়ারম্যান মি. নবেশ খকসী, ভাইস চেয়ারম্যান আসিম ম্রং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,প্রাথমিক স্তরের ৮০ জনকে জনপ্রতি ২ হাজার ৫ শত টাকা, মাধ্যমিক স্তরের ৫৫ জনকে
জনপ্রতি ৬ হাজার টাকা,উচ্চ মাধ্যমিক স্তরের ২৬ জনকে জনপ্রতি ৯ হাজার ৫ শত টাকা এবং ২০ জন ছাত্র ছাত্রীকে ২০ টি বাইসাইকেল প্রদান করা হয়। এতে ১ শত ৮১ জন শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ ৫৭ হাজার টাকা
বৃত্তি প্রদান করা হয়।নগদ অর্থ ও বাইসাইকেল হাতে পেয়ে নৃ-গোষ্ঠী শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।