সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা সীমান্তে সরকারে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালান বাণিজ্য জমজমাট হয়ে উঠেছে। সীমান্ত কিংখ্যাত সোর্স পরিচয়ধারী একাধিক
মামলার আসামীরা চোরাকারবারীদের নিয়ে প্রতিদিন লাখলাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে পাচাঁর করছে কয়লা, পাথর, কসমেটিস, শাড়ি-কাপড়, চিনি, ফুচকা, রসুন ও
মাদকদ্রব্যসহ বিভিন্ন প্রকার পন্য সামগ্রী। আর এই চোরাচালান বাণিজ্য করে সীমান্ত
সোর্সরা রাতারাতি কোটিপতি হলেও তাদেরকে গ্রেফতারের কোন খবর পাওয়া যায় না।
তবে অভিযান চালিয়ে পাচাঁরকৃত প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন পন্য জব্দ করেছে বিজিবি।