মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি, নোয়াখালীর সেনবাগে সেনাবাহিনী ও পুলিশ পৃথক যৌথ অভিযান চালিয়ে অস্ত্র,গুলিও ছোরা উদ্ধার করেছে। বুধবার গভীর রাতে সেনবাগ
সেনাক্যাম্প কমান্ডার রিয়াদের নেতৃত্বে থানা পুলিশ সেনবাগ পৌরশহরের ৩নং ওয়ার্ড অজুনতলা গ্রামের আওয়ামীলীগ নেতা মানিকের বাড়িতে অভিযান চালিয় একটি পরিত্যক্ত
চৌচালা টিনের ঘর থেকে ১ টি পাইপ গান, ৬ টি তাজা কার্তুজ ও ২টি বড় ছোরা উদ্ধার করে। অপরদিকে গত (১৬ ডিসেম্বর ) সোমবার রাতে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির সাবেক
চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম ভূঁইয়া রিগানের
বাড়িতে অভিযান চালিয়ে ৭.৬৫ মি.মি একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। উভয় ঘটনায়
কাউকে আটক করা যায়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়,সেনবাগ সেনাক্যাম্প (৩৫ এসটি ব্যাটালিয়ন) ইনচার্জ ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে সেনবাগ থানা পুলিশ সেনবাগ পৌরসভার
অর্জুনতলা গ্রামের আওয়ামীলীগ নেতা মানিক ও উপজেলার মোহাম্মদপুর ইউপির সাবেক
পলাতক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম ভূঁইয়া রিগানের
মোহাম্মদপুর ইউপির উত্তর রাজারামপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ওই অস্ত্র,গুলি ও
ছোরা উদ্ধার করা হয়। এ সময় তাদের বাড়িতে কেউ ছিলোনা। এঘটনায় সেনবাগ থানায় সাধারণ
ডাইরি করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান,সেনবাগ থানাল অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান।