মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি,সেনবাগে ব্রিক ফিল্ডের মাটি পরিবহন কাজে ব্যবহৃত দ্রুত গতির ট্রাক্টরের ধাক্কায় মোঃ মেহেরাজ হোসেন (৫)নামের শিশু নিহতের ঘটনায়
দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ফেনীর দাগনভূঁঞা উপজেলার কোরেশ মুন্সীর হাট ইউপির আব্দুল নবী গ্রামের ইলিয়াছ মেম্বারের বাড়ীর জামাল উদ্দিনের
ছেলে ঘাতক ট্রাক্টর চালক সাব্বির হোসেন জনি (২৪)ও তার সহকারী সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের মুকবুল আহমদের বাড়ির শহীদ উল্লাহ ছেলে মোঃ রমজান আলী প্রকাশ
সৈকত (২১)। এ সময় ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ। জানাগেছে,রবিরার বেলা ১১টারদিকে উপজেলার ৪নং কাদরা ইউপির চাঁদপুর-হিরাপুর সড়কের খলিফাপাড়া ৮নং ওয়ার্ডের চাঁদপুর
ফজল ব্যাপারী বাড়ির ডুবাই প্রবাসী মোঃ মাহমুদুল হাসান সবুজের ছেলে বড়ভাই মোঃ মেহেদী হাসান (৯ ) ও ছোট ভাই মোঃ মেহেরাজ হোসেন (৫)কে সঙ্গে করে বাইসাইকেল যোগে নিজ
বাড়ি থেকে একই গ্রামের নানার বাড়ি ইউনুছ মাঝির বাড়িতে যাওয়া সময় বিপরিত দিক থেকে আসা ভুইয়া ব্রিক্সের মাটির একটি দ্রুত গতির ট্টাক্টর দুই ভাইকে চাপা দিলে ঘটনাস্থলেই ছোট
ভাই মোঃ মেহেরাজ হোসেন নিহত হয় এবং বড়ভাই মোঃ মেহেদী হাসান গুরুত্বর আহত হয়। এঘটনায় স্থানীয় বিক্ষুব্দ এলাকাবাসী ঘাতক ট্রাক্টর ও এর চালক এবং হেলপার সহযোগীকে
আটক করে থানা পুলিশে সোপার্দ করে। পুলিশ ঘাতক ট্রাক্টর জব্দ ও চালক হেলপারকে গ্রেফতার করে। এঘটনায় নিহতের মা জান্নাতুল ফেরদাউস রবিবার রাতে বাদি হয়ে সেনবাগ
থানার মামলা দায়ের করলে গ্রেফতারকৃত দুইজনকে সোমবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী বিচারিক আদলতে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ
থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান,ণিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারকৃত দুই আসামীকে সোমবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করাহয়েছে।