শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধমাদকের বিরুদ্ধে চেয়ারম্যানের জিদাহ ঘোষনা সেনবাগে ১৩৫ পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি...

মাদকের বিরুদ্ধে চেয়ারম্যানের জিদাহ ঘোষনা সেনবাগে ১৩৫ পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক মোঃ জাহাঙ্গীরে আলম শায়েস্তানগরী

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির হোমনাবাদ শ্রীপুর-মইশাই থেকে ১৩৫ পিচ ইয়াবা ও ২ পুড়িয়া গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডমুরুয়া ইউপির গ্রাম পুলিশ ও আনচাম টিম। পরবর্তীতে তাদেরকে সেনবাগ থানার এএসআই সোহেলের নিকট মাদকসহ আটক

দুই মাদক কারবারিকে হস্তান্তর করা হয়। আটককৃতরা হচ্ছে ঃ সেনবাগ উপজেলার জোড়তুলা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে বেলাল হোসেন (৪৮) ও পাশ্ববর্তী কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার, বেলঘর গ্রামের মৃত শাহ আলমের ছেলে মোঃ শাহাদাত হোসেন (৩৪)।

জানাগেছে, সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির চেয়ারম্যান ও সেনবাগ উপজেলার আওয়ামীলীগের যুগ্ম আহব্য়াক শওকত হোসেন কানন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই মাদক, মদ, গাঁজা, জুয়া ও ইভটিজিং মুক্ত একটি সুন্দর ইউনিয়ন গড়ার লক্ষে মাদকেল বিরুদ্ধে

জিহাদ ঘোষনা করেন। এই জন্য তিনি অত্র ইউনিয়নে মদ,গাঁজা,জুয়া ও ইভটিজিংয়ের সঙ্গে জড়িতদের ওই পেশা ছেড়ে ভালো হয়ে যাবার জন্য সুযোগ দেন। এরপরও অনেক গোপনে মাদক, জুয়া, ইভটিজিং ও বখাটেপনা অব্যাহত রাখেন। এরপর চেয়ারম্যান শওকত হোসেন কানন ডমুরুয়া

ইউনিয়নের মেম্বার, গ্রাম পুলিশ ও আনচার সদস্যদের সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ঠ একটি টিম গঠন করেন। ওই টিম স্থানীয় এলাকাবাসীর গোপন তথ্যেরে ভিত্তিতে মাদক বিরোধী অভিযান শুরু করেন। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে ইউপির হোমনাবাদ শ্রীপুর-মইশাই রাস্তার (জাকেরের

বাড়ীর পার্শ্ববর্তী রাস্তা) মধ্যে থেকে ১৩৫ পিচ ইয়াবা ও ২ পুড়িয়া গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করে। পরবর্তীতে সেনবাগ থানার এএসআই সোহেলের নিকট মাদকসহ আটক দুই আসামীকে হস্তান্তর করা হয়। আটককৃতরা হচ্ছেঃ সেনবাগ উপজেলার জোড়তুলা গ্রামের মৃত

তোফায়েল আহমেদের ছেলে বেলাল হোসেন (৪৮) ও পাশ্ববর্তী লাঙ্গলকোট উপজেলার, বেলঘর গ্রামের মৃত শাহ আলমের ছেলে মোঃ শাহাদাত হোসেন (৩৪) সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন জানায়, তিনি ইউপি

চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরপরই ইউপি প্রত্যেকটি গ্রামের মসজিদে ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মাদক ও ইভটিজিং মুক্ত একটি সুন্দর ইউপি গড়ার লক্ষে মাদক কারবারি ও বখাটেদের ওই পেশা চেড়ে দেওযার আহবান জানান। কিন্তু অনেকে গোপনে ওই কর্মকান্ড অব্যাহত রাখায় তিনি

ইউপি সদস্য ,গ্রাম পুলিশ ও আনচারদের সমন্বয়ে ১২ সদস্যের একটি টিম গঠন করেন। ওই টিম স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের আটক করে পুলিশে সোপার্দ করার কাজ

শুরু করেছে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোযারী এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সেনবাগ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামীকে শনিবার সকালে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ