মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎ সম্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং এঘটনায় আহত হয়েছে আরো ৩জন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেনবাগ উপজেলার
কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সির হাট বাজার সংলগ্ন আজিজপুর তোবারক আলী মার্কেটের পাশ্বে আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসার ভবনের সয়েল টেষ্টের সময় স্থাপিত পিলার ভেঙ্গে বৈদ্যুতিক তারের ওপর পড়লে ওই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতের বাড়ি নেত্রকোনা জেলার পূর্ব দৌলা উপজেলার বাগদা গ্রামের সবুজ (৩৫) নজরুল ইসলাম (৪৫) নিহতরা সেনবাগ সরকারি হাসপাতালে এবং আহত বাচ্ছু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহত বাচ্ছু মিয়ার ছেলে কাইছার জানায়,তারা বৃহস্পতিবার সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাট আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসার নতুন ভবন নির্মানের জন্য সয়েল ষ্টেটের জন্য সবুজ
কণ্টাটাশনের সঙ্গে চুক্তি করে। এর আলোকে তারা নেত্রোকোনা থেকে মালামাল ও শ্রমিক নিয়ে ঘটনাস্থলে এসে মাটি খননেন কাজ শুরু জন্য সিড়ি স্থাপন করার সময় অসাবধারণা বসত সিড়িটি
ভেঙ্গে জমিলে ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে ওপর পড়লে তাৎক্ষনিক বিদ্যুৎ সম্পুষ্ট হয়ে সজুব ও নজরুল নিহত হয়। এসময় বাচ্চু মিয়া গুরুত্বর আহত হয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সেনবাগ থানার অফিসার ইনচর্জ(ওসি) ্্্ইকবাল হোসেন পাটোযারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধী রয়েছে বলে নিশ্চিত করেন।