রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
Homeজাতীয়কুড়িগ্রামে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কুড়িগ্রামে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

“কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করার জন্য কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ পালন করা হয়েছে।

শনিবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেডে আলোচনা ও পুরুস্কার

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর

আলী, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীনের সঞ্চালচনায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল

ইসলাম টুকু, বীর প্রতিক আব্দুল হাই সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মন্জুর-এ- মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, সলিডারিটি’র নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারন

সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল ও নারীর প্রতি সহিংসতা রোধে সকলকে নিজ নিজ

অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কমিউনিটি পুলিশিং ও পুলিশ যৌথভাবে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সহজ হবে। আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ