শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeজাতীয়নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বশিরআলম, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সারাদিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের

সভাপতিত্বে ও সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব

ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এসময়ে মন্ত্রী বলেন সরকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে উন্নয়নের ধারাবাহিকতায় গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও

ভুক্তিকরণ নতুন ভবন নির্মাণ করেছি সিরাজউদ্দিন বিদ্যালয় শিক্ষার মান অনেক উন্নত। এই বিদ্যালয় আরেকটি নতুন ভবন নির্মাণ করা হবে, মন্ত্রি এসময় আরো বলেন উন্নয়নের ধারা অব্যাহত

রাখতে আগামীতে নৌকায় ভোট দিয়ে সরকার নির্বাচিত করার আহ্বান জানান, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা

শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য মো. ওসমান আলী, ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, গাজীপুর

জজ কোর্টের অ্যাডভোকেট মো. শাহজাহান খান, টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল বাসেত খানসহ স্কুল ও কলেজ শাখার বিভিন্ন শিক্ষক ও শিক্ষিকাবৃন্দরা।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পুরষ্কার বিতরণের পর জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ