শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img
Homeজাতীয়কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্হায়ীকরণের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট অনুষ্ঠিত

কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্হায়ীকরণের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট অনুষ্ঠিত

হাফিজুর রহমান সেলিম, কুড়িগ্রামে জেলায় ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণ ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে সাবেক

কর্মীরা। রবিবার (১২ মার্চ) সকালে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনের ফলে কুড়িগ্রাম-রংপুর,

কুড়িগ্রাম-চিলমারী ও কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুই ঘন্টার অবস্থান ধর্মঘটে দুর্ভোগে ভোগান্তির শিকার হয় হাজারো মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুল হাসান ও সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃশাহরিয়ার’র কয়েক দফা আলোচনার পর তাদের হস্তক্ষেপে

কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ’র সাথে সাক্ষাৎ করে। এসময় নিজেদের দাবী সম্বলিত স্মারকলিপিটি হস্তান্তর করে।

অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা, কুড়িগ্রাম জেলা সভাপতি কে.এম রমজান আলী, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ঘরে ঘরে শিক্ষিত বেকারদের চাকুরী নিশ্চিতকরণে ২০০৯-১০ সালে সরকার দুই বছরের জন্য ন্যাশনাল সার্ভিস প্রকল্প চালু করেন। শুরু থেকেই চাকুরী স্থায়ীকরণের দাবী চলে আসছিল।

কিন্তু সেটি বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামে ৩৮ হাজার ৩২৫জনসহ সারাদেশে ২ লক্ষাধিক যুবক ও যুবতী বেকার হয়ে পরে। এসব বেকার মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করে সরকারকে ন্যাশনাল সার্ভিস প্রকল্প পুনরায় চালুসহ স্থায়ীকরণের দাবী জানান বক্তারা। #

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ