অদ্য ৫ এপ্রিল ২০২৩ইং, রোজ: বুধবার, দুপুর ১২ টা ৩০ মিনিটে ঢাকাস্থ শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আজকে মানব-বন্ধন করে।
বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের সংগঠন বাংলাদেশ মোহাজির ওয়েলফেয়ার এন্ড ডেভেরপমেন্ট (বি এম ডব্লিউ ডি সি) কেন্দীয় কমিটির প্রধান নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ
অংশগ্রহণ করেন বক্তাগণ তাদের বক্তব্যতে ৩৩ বছর আগে আজকের এই দিনে চীন দেশের উইঘুর মুসলিদের প্রতি অন্যায়,অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, লাঞ্চনা, বসতঘর মসজিদ ভেঙ্গে দিয়ে
তৎকালীন শাসক গোষ্ঠী শোষিত উইঘুর মুসলিম জনগোষ্ঠীর উপর ইতিহাসে একটা জঘন্যতম হত্যাকান্ড চালিয়ে ৩০০ জন নর-নারীকে হত্যা করা হয়। এতে চীন রাষ্ট চরম মানবতা
লঙ্ঘন করে এবং জাতীয়সহ আন্তর্জাতিক মানবাদিকার সংগঠন ও আন্তর্জাতিক নিউজ মিডিয়া গুলো ফলাওভাবে প্রচার ও প্রতিবাদ করার পরও আজও পর্যন্ত চীন দেশের উইঘুর মুসলিদের প্রতি
অন্যায়,অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, লাঞ্চনা, বন্ধ না করে উল্টো আন্তর্জাতিক বুদ্ধিজীবী জগৎ উঠে না সেজন্য চীন জিনজিয়ান প্রদেশের ব্যারেন শহরে উইঘুর মুসসমানদের অবস্থানগত
এলাকায় আন্তর্জাতিক সম্পদ্রায়ের সবরকম প্রবেশাধিকার নিষিদ্ধ করে বহার তবিয়তে উইঘুর
মুসলিমদের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে। যা মাঝে মাঝে স্যাটেলাইটের মাধ্যমে ছবি, ফুটেজ
প্রকাশিত হয়। আমরা চীনের অবৈধ কর্মকান্ড, হত্যাযজ্ঞের অনিতিবিলম্বে বন্ধের জন্য এই মানব-বন্ধন থেকে দাবী জানাই। মানব-বন্ধন শেষে নেতৃবৃন্দগণ জঊগঊগইঊজওঘএ ৩৩ ঃয ইঅজঊঘ
জঊঠঙখটঞওঙঘ পত্রটি বাংলাদেশে অবস্থানরত এম্ব্যাসিডর এর নিকট হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মি.সালাউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট- আব্দুল কুদ্দুস শাওন,
জয়েন সেক্রেটারী- শাহজাদা সেলিম মিরপুর শাখা কার্যালয় সভাপতি এস কে
আজিম আরো উপস্থিত ছিলেন শাহ্ধসঢ়; মান্না।