কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল মুয়াজ্জিনের
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বালু বোঝাই একটি ট্রাক্টরের চাপায় নায়েব আলী (৭৫) নামের এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলা ভাঙ্গামোড়
ইউনিয়নের খোলাহাট বাজার খরিবাড়ী বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি একটি মসজিদের মুয়াজ্জিন বলে জানা
গেছে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধার দিকে উপজেলা ভাঙ্গামোড় ইউনিয়নের খোলাহাট বাজার থেকে বেপড়োয়া গতিতে বালু বোঝাই একটি ট্রাক্টর খরিবাড়ীর দিকে যাচ্ছিল। এসময় পথচারী বৃদ্ধ
নায়েব আলী খোলাহাট থেকে বাড়ী আসার পথে ভাঙ্গামোড় বাবুপাড়া এলাকায় পৌঁছালে একটি বালু বোঝাই ট্রেক্টরের চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন তিনি। ঈদের আগে বৃদ্ধ নায়েব আলীর মৃত্যুতে
ওই পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।