যৌতুকের ২লাখ টাকা না পেয়ে এক গৃহবধুকে এসিড খাইয়ে হত্যার চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত সোমবার (১ মে) কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নিজাই খামার গ্রামে। গুরুতর অসুস্থ ওই গৃহবধূ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমান তার অবস্থা আশঙ্কাজন।
জানা গেছে, জেলার উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ রবির কন্যা রেখা বেগমের সাথে ১২ বছর আগে পৌরসভার নিজাই খামার গ্রামের আব্দুস ছালামের পুত্র আনোয়ার হোসেনের সঙ্গে বিবাহ হয়।
বিবাহের পর থেকে ২ লাখ টাকা যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ী প্রায় সময় রেখা বেগমকে নির্যাতন করত। এরমধ্যে তাদের কোল জুড়ে আসে দু’টি কন্যা সন্তান। গত সোমবার বিকেলে বাবা মায়ের কথা মত স্বামী আনোয়ার হোসেন যৌতুকের ২ লাখ টাকা বাবার বাড়ি থেকে আনার জন্য স্ত্রীর রেখা বেগমকে বলে। রেখা বেগম তার বাবা টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনোয়ার হোসেন তার স্ত্রীকে ধরে মাটিতে ফেলে মুখ ধরে। এরপর শ্বাশুড়ী আমেনা বেগম এসিড পুত্রবধূ রেখা বেগমের মুখে ঢেলে দেয়। এসময় তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তার বাবার বাড়িতে খবর দেয়। এরপর রেখা বেগমের মা-বাবা ও মামা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক রেখা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে রেখা বেগমের অবস্থা আশঙ্কাজন। এ ঘটনায় রেখা বেগমের মামা আলাউদ্দিন বাদি বুধবার রাতে উলিপুর থানায় ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন। থানা পুলিশ মামলার এক নাম্বার আসামী আমেনা বেগমকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করেছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওনি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।