শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকদুবাইতে আগুনে পুড়ে তিন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু আহত-১

দুবাইতে আগুনে পুড়ে তিন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু আহত-১

মোঃ জাহাঙ্গীর আলম,সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সারজায় একটি সোফা কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় সেনবাগের ৩ বাংলাদেশী আগুনে পুড়ে নিহত হয়েছে। নিহতের মৃত্যুর খবর সেনবাগের গ্রামের বাড়িতে পৌছলে তাদের পরিবারে শুরু হয় শোকের মাতম।

নিহতরা হচ্ছেঃ সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয় ইউনিয়নের মতইন গ্রামের আতর আলী হাজ্বী বাড়ির মৃত আবদুল ওহাব মিয়ার ছেলে মোঃ রাসেল (৩০), পলতি তারা বাড়িয়া গ্রামের বড় বাড়ি (হাতেম কমান্ডার বাড়ির) মীর আহম্দ

মিয়ার ছেলে মোঃ তারেক হোসেন প্রকাশ বাদল (৪০) ও একই গ্রামের সাংবাদিক আবু তাহের পাটোয়ারী বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে মোঃ ইউসুফ (৪৩)

নিহত মোঃ ইউসুফের ছোটভাই ডাক্তার মোঃ রসুল জানায় তার বড়ভাই বিগত ২৫ বছর আগে সংযুক্ত আবর আমিরাত দুবাইয়ে যায়।

সেখানে তিনি দীর্ঘদিন চাকুরী করলেও বিগত এক বছর আগে তার বড় ভাই আনোয়ার হোসেন সারজায় একটি সোফার ফার্নিচারের কারখানা দেন।

ইউসুফ ওইর কারখানা দেখা শুনা করত। মঙ্গলবার প্রতিদিনের ন্যায় কাজ শেষে অন্য শ্রমিকদের নিয়ে রাতের খাবার খেয়ে সবাই কারখানায় ঘুমিয়ে পড়ে।

এর একপর্যায়ে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৩টা ও বাংলাদেশ সময় সকাল৭ টায় ওই সোফা করখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাা ঘটে।

এতে কারখানায় থাকা তার ভাই সহ ৩ বাংলাদেশী পুড়ে মারা যায়। ওই অগ্নিকান্ডে ঘটনায় আবুল বশর নামের আরো এক আহত হয়।

পরে সে দেশের ফায়ার সার্ভিসের লোকজন নিহতদের লাশ ও আহদের উদ্ধার হাসপাতালে নিয়ে যায় নিহতদের বাড়িতে চলছে স্বজনদের বুক ফাটা আহাজারী। নিহত স্বজনদের সরকারের প্রতি দাবী জানিয়েছে যেন নিহতদের লাশ গুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রদক্ষেপ গ্রহণ করে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ