রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধটঙ্গীতে শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ।

টঙ্গীতে শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ।

বশির আলম,গাজীপুরের টঙ্গীতে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাজী নুর আলম বাবু। শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক কাজী নুরুল আমিন বাবু বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে ও ডেভেলোপার কোম্পানির স্বার্থ হাসিলের

লক্ষ্যে ওই এলাকায় সিটি কর্পোরেশনের অনুমতি ও সরকারি নিয়মকানুনবিহীন জোরপূর্বক সড়ক নির্মাণ করতে গিয়ে স্থানীয় জমির মালিকদের হুমকি দেন ও ভয়ভীতি প্রদর্শন করেন । অপরদিকে কাউন্সিলর সন্ত্রাসী বাহিনী দিয়ে জমির মালিকদের জমি জোরপূর্বক দখলও করছেন। আমি নিজেও সেখানে ক্ষতিগ্রস্ত।

তিনি আরোও বলেন, গত কয়েকদিন আগে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা শালিকচুরা এলাকায় গাসিক ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে দায়েরকৃত চুরির মামলা প্রত্যাহার চেয়ে করা মানববন্ধনে আমাকে নিয়ে

কাউন্সিলর ও তার অনুসারীরা যে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভবিষ্যতে আমাকে নিয়ে এরূপ কুৎসা রটালে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাজী আবু তালেব মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাজী নাজমুল হোসেন, ক্ষতিগ্রস্ত জমির মালিক জয়নাল আবেদীন, সানা উল্লাহ্, মো. নায়েব আলী, হানিফ মাল, মো.জাহাঙ্গীর,

মো.দেলোয়ার হোসেন, মোস্তফা ফকির, আব্দুল কাদের, নাসির ফকির, আহসান হাবিব, জাকিয়া সুলতানা সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ