শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিককুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি-সনাক যৌথভাবে কর্মসূচিটির আয়োজন করে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন

অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোদাচ্ছির বিন আলী, জেলা তথ্য অফিসার শাজাহান আলী, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, প্রেসক্লাবের সভাপতি রাজু

মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস প্রমুখ।
অনুষ্ঠানে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য

অফিসার শাজাহান আলী। পরে জেলা তথ্য বাতায়ন সম্পর্কিত একটি প্রতিবেদন উপস্থাপনকালে টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস জানান, জেলার ৭৯টি দপ্তরের মধ্যে মাত্র ১৮টি দপ্তরে (২৩%) তথ্য বাতায়নে প্রয়োজনীয় সকল তথ্য রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, আমরা একটি প্রতিষ্ঠান সম্পর্কে যত বেশি জানবো, সে প্রতিষ্ঠানে তত বেশি সুশাসন প্রতিষ্ঠিত হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ