শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
spot_img
Homeসারাদেশঢাকাটঙ্গীতে বিশ্ব এইডস দিবস পালিত

টঙ্গীতে বিশ্ব এইডস দিবস পালিত

বশির আলম, বিশ্ব এইডস দিবস, জাতিসংঘের সদস্য এমন দেশ এইডস বিষয়ক সচেতনতার অংশ হিসেবে দিবসটি পালন করে থাকে। এটি সর্বপ্রথম পালিত হয় ১৯৮৮ সালে।

এইডস (AIDS)) এর পূর্ণরূপ, Acquired Immune Deficiency Syndrome। এর অর্থ হলো অর্জিত প্রতিরক্ষার অভাবজনিত রোগলক্ষণ সমষ্টি। এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণ রোগের প্রতিরোধ ব্যবস্থাও কাজ করে না। ফলে ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হয়।

ব্যক্তির দেহে এইচআইভি ভাইরাস প্রবেশ করলে এইডস আক্রান্ত হয়। এইচআইভি (HIV)) এর পূর্ণরূপ হলো, , Human Immunodeficiency Virus অর্থাৎ মানব প্রতিরক্ষা অভাব সৃষ্টিকারী

ভাইরাস। একজন ব্যক্তির দেহ থেকে অপর ব্যক্তির দেহে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ে কয়েকটি মাধ্যমে। এইচআইভি বহনকারী ব্যক্তির সঙ্গে অরক্ষিত অবস্থায় যৌনসম্ভোগ করলে

এইচআইভি বহনকারী ব্যক্তির শরীরের রক্ত অন্য কোনো শরীরে প্রবেশ করালে এইচআইভি বহনকারী ব্যক্তির ইনজেকশনের সিরিঞ্জ যা এইচআইভি বহন করছে তা ব্যবহার করলে

এইচআইভি বহনকারী মা যখন সন্তানসম্ভবা হন অথবা সন্তান জন্মদানের সময়ে অথবা সন্তানকে দুধপান করানোর মাধ্যমে শিশুর শরীরে এইচআইভি অনুপ্রবেশ করতে পারে

এইচআইভি বহনকারী কোনো ব্যক্তির ব্যবহৃত কোনো জিনিসপত্রে যদি সংক্রামক রক্ত লেগে থাকে এবং তা ব্যবহারের ফলে যদি শরীরের উন্মুক্ত বা কাটাছেঁড়া ত্বকের সংস্পর্শে আসে। বিশ্ব

এইডস দিবস পালন উপলক্ষ্যে ঝুঁকিপূর্ণ মাদকাসক্ত ও যৌনকর্মীদের অলাভজনক সেবা কেন্দ্র বারাকা নারী ড্রপ-ইন সেন্টারের উদ্যোগে জনসচেতনতামূলক মানববন্ধনের আয়োজন করা

হয়। শুক্রবার সকাল ১১ টায় টঙ্গী নতুন বাজার সংলগ্ন ফ্লাইওভারের নিচে উক্ত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, সরকারী ও বেসরকারী সংস্থা, প্রশাসন, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ ও উপকারভোগী অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা ,সাংবাদিক সহ উক্ত সংগঠনের নেতাকর্মিগণ। উল্লেখ্য যে, ইনজেকশানের মাধ্যমে মাদকসেবনকারী ও যৌনকর্মীরা

এইচআইভি/এইডস, হেপাটাইটিস বি ও সি এবং বিভিন্ন যৌনবাহিত রোগ সংক্রমণের ঝুঁকিতে থাকে। এ সকল কারণে মাদকসেবী ও যৌনকর্মীদের ঝুঁকি ও ক্ষতি হ্রাসের লক্ষ্যে বারাকা রাস্তায়

বসবাসরত মাদকাসক্ত ও যৌনকর্মীদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। ২০১১ সালে বারাকা নারী ড্রপ-ইন সেন্টার প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ প্রায় ৫৫০ জন ঝুঁকিপূর্ণ মাদকসেবী

ও যৌনকর্মীদের সেবা প্রদান করেছে। বারাকা বিশ্বাস করে বাংলাদেশে মাদকসেবী ও যৌনকর্মীদের মধ্যে এইচআইভি সংক্রমণ হ্রাসের পেছনে বারাকা নারী ড্রপ-ইন সেন্টারের উল্লেখযোগ্য অবদান রয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ