মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
Homeপাঠকের কলামতীব্র শীতে চরাঞ্চলবাসীর মুখে হাসি ফোটালেন কুড়িগ্রামের পুলিশ সুপার

তীব্র শীতে চরাঞ্চলবাসীর মুখে হাসি ফোটালেন কুড়িগ্রামের পুলিশ সুপার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ তীব্র শীতে তাপমাত্রা কমে কুড়িগ্রামের প্রান্তিক মানুষের কাহিল অবস্থা। এমন পরিস্থিতিতে চরাঞ্চলের ২ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

সোমবার(১৫ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীবেষ্টিত দূর্গম চরাঞ্চল মোহনগঞ্জ ইউনিয়নের পুলিশ ক্যাম্প মাঠে ২(দুই) শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল হাতে পেয়ে হাসিমুখে ছকিনা, সুরুজভান, কছভান, আমিনাসহ অনেকেই বলেন, এতদিন ঠান্ডাত আছনু বাহে, হামার এতি খুব জার (ঠান্ডা), হামার কাইয়ো খোঁজে নেয় নাই, এসপি

হামাক কম্বল দিছে, এলা হামরা গরমোত থাইকমো, এসপি ভাল মানুষ, হামরা দোয়া করি আল্লাহ্ তার ভাল করবে।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, রাজিবপুর থানার

অফিসার ইনচার্জ আশিকুর রহমান পিপিএম, টিআই সদর ট্রাফিক বানিউল আনাম, উলিপুর সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল প্রমুখ।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ