মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
Homeজাতীয়কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবসে শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপারের চারাগাছ বিতরণ

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবসে শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপারের চারাগাছ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবসে ‘সবুজ করি কুড়িগ্রাম’ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে। বুধবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস

উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘সবুজ করি কুড়িগ্রাম’ এর আওতায় কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের কমলার চারাগাছ বিতরণ করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, টিআই বানিউল আনাম।

চারাগাছ উপহার হিসেবে পেয়ে কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক আনন্দিত হয় এবং সকলে চারাগাছ রোপণ থেকে শুরু করে পরবর্তী পরিচর্যা করার প্রত্যয় ব্যক্ত করে।

কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন- আমরা ইতিমধ্যে ‘সবুজ করি কুড়িগ্রাম’ কর্মসূচির আওতায় ২য় সিজনে চারাগাছ বিতরণ শুরু করেছে কিছুদিন আগেও আমরা শিশু নিকেতনের

শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করি। আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ