সোমবার, জুন ২৪, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধকুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামীকে ৪ ঘন্টায় গ্রেফতার

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামীকে ৪ ঘন্টায় গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে মামলা রুজুর ৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউপির ধনীরাম

গ্রামের রশিদা বেগমের সাথে ৬ বছর পূর্বে শিমুলবাড়ী মিয়াপাড়া এলাকার মোঃ রহিমুল হক (৩৬) এর সাথে বিবাহ হয়। তাদের ৪ বছরের এক মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকেই স্বামীসহ শশুরপক্ষের লোকজন

রশিদার পিতার নিকট যৌতুক দাবি করে আসছিল। ঘটনার দিন (৯ জুন) বিকেলে তার স্বামীসহ শশুরবাড়ির অন্যান্য সদস্যগন যৌতুকের দাবিতে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে রশিদা মাথায় গুরুতর আঘাত পান।

এমন সংবাদ পেয়ে রশিদার পিতা তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই মৃত্যু হয় রশিদার। এ ঘটনায় ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর ৪ ঘন্টার মধ্যে

ফুলবাড়ী উপজেলার মিয়াপাড়া বাজার থেকে বিশেষ কৌশলে মূল আসামী ঘাতক স্বামী মোঃ রহিমুল হক (৩৬)কে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ