বশির আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত ছাত্রদের হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে
বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বুধবার (১৪ আগষ্ট) সকালে টঙ্গী চেরাগ আলী থেকে সফিউদ্দিন স্কুলের সামনে বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়। ঢাকা ময়মনসিংহ রোডের
টঙ্গী চেরাগআলী থেকে সফিউদ্দিন সরকার একাডেমি স্কুলের সামনে সমবেত হন। এসময় সেখানে জড়ো হয় কয়েক হাজার নেতাকর্মী। এসময় নেতাকর্মীরা বলেন, যেকোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে ফেরত এনে
মানুষ খুনের আসামি করে বিচার করতে হবে। এক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না।’ কোনো মূল্যেই ফ্যাসিস্ট শক্তি ও তার দোষরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে হুশিয়ারি করেন নেতারা। দাবি আদায় না হওয়া
পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তারা। এসময় ছাত্রজনতাসহ সকলকে পাশে থেকে গণমাধ্যমের কাছে সর্বোচ্চ সহযোগিতা চান।