মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
Homeসারাদেশঢাকাত্যাগীদের মূল্যায়ন করতে হবে প্রভাষক বশির উদ্দিন

ত্যাগীদের মূল্যায়ন করতে হবে প্রভাষক বশির উদ্দিন

বশির আলম,গাজীপুর মহানগরের টঙ্গী-পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন,
তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দল টঙ্গী পশ্চিম থানা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা দেশনেত্রী বেগম খালেদা

জিয়ার শারীরিক সুস্থতা কামনা বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। বিএনপি গত ১৮ বছর ক্ষমতায় ছিল না, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর ক্ষমতা থাকাকালীন

বিএনপির যারা নির্যাতন, কষ্ট সহ্য করেছেন সেসব ত্যাগী নেতাকেই দলে মূল্যায়ন করা হবে। অনেকে পিঁঠ বাঁচানোর জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দলে যোগ দিয়েছিল, এখন বিএনপি সাজতে চায়।

এ ধরনের লোক আমাদের দরকার নেই, এরা বিশ্বাসঘাতক। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ ভোটের আয়োজন করবেন।

জনগণ আবারও লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ। গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন,

দলকে সুসংগঠিত করতে অতি শীঘ্রই ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করতে হবে। কমিটি গঠনের সময় দলের জন্য ত্যাগী, বিশ্বস্তদের নাম পাঠাবেন। যারা এতদিন জুলুম নির্যাতন সহ্য করেছেন, বিএনপির মিটিং মিছিলে

ডাকলেই চলে এসেছেন, জেল খেটেছেন, দলের দুঃসময়ে দলকে ছেড়ে যাননি তাদের নাম কমিটিতে রাখবেন। টাকার বিনিময়ে যেন কারো নাম না আসে। আমরা কোন পকেট কমিটি দেখতে চাইনা।

যেকোনো কাজে কর্মীদের ভূমিকা অপরিসীম। কর্মী ছাড়া কোনো কাজ বাস্তবায়ন সম্ভব নয়। আমরা যে, যে পদেই থাকিনা কেন আমরা সকলেই বিএনপির কর্মী। সকলকে ঐক্যবদ্ধভাবে দলের কাজ এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টঙ্গী পশ্চিম থানা ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মহিলাদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা,

গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি তাইজুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা ছাত্র দলের আহ্বায়ক রেদোয়ান রহমান প্রত্যয় বেপারী। সাবেক গাসিক মহিলা কাউন্সিলর নাসরীন আক্তার শিরিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী সোহানা আক্তার, রেখা আক্তার, ফেরদৌসী আক্তার, রাবেয়া আক্তার, প্রমুখ।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ