শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধনেত্রকোনার,কেন্দুয়ায় আশুজিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলীর বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ

নেত্রকোনার,কেন্দুয়ায় আশুজিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলীর বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ

সৈয়দ সময় নেত্রকোনা: একাধিক অভিযোগ তুলে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ০২ নং আশুজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আলীর বিরুদ্ধে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির

লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার ভবানীপুরের মো, আব্দুল হেলিম ভুঁইয়া , হাসুয়ারীর মজিবুর রহমান , হুমায়ুন রায়হান ,ভবগতীপুরের আবুল কাশেম ,নগুয়ার ইছব গণি ,আলী আসগর। অভিযোগকারীদের পক্ষেমো,

আবুল হেলিম ভূঁইয়া ইউপি. চেয়ারম্যানের বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে বিচার চেয়ে কথা বলেন সরেজমিনে এলাকাবাসীর সাথে কথা বলে এর সত্যতা স্বীকার পাওয়া যায় । বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন

না করেই বিল উত্তোলন করে অবৈধভাবে টাকা আত্মসাৎ করেছেন বলে জানান এলাকার লোকজন। তার অপকর্মের কথা এখন এলাকার লোকজনের মুখে মুখে ছড়িয়ে পড়েছে ।এ ব্যাপারে ইউনিয়নে চরম চাপা

ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায় ,মঞ্জুর আলী চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতি এবং বেআইনি
কার্যকলাপের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে জানা

গেছে , ২০২৩-২৪ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের ইজারাদারের অর্থ হিস্যা ও প্রাপ্ত অংশ অনুযায়ী রামপুর গরুর বাজারের পূর্ব পাশে কাঁটা তারের বেড়া নির্মাণ না করেই দুই লক্ষ টাকা , বীরগঞ্জ বাজারে কাজলের ঘরের

পাশে গণ শৌচাগার নির্মাণ না করে দুই লক্ষ টাকা , রামপুর বাজারের ইজারাদারের ৫% দ্বারা পূর্বের কর্মসূচির কাজ বাস্তবায়ন না করে দুই লক্ষ টাকা , ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ( কাবিখা ) প্রথম

পর্যায়ের কাজ না করে সিংহেরগাও নুরুল ইসলামের দোকান হতে কাদিরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার বাবদ ৪০০ মেট্রিক টন গম উত্তোলন , একই গ্রামের বাড় বাড়ি হতে তালেব মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও মঞ্জুর

আলী চেয়ারম্যানের বাড়ি হয়ে রানু মুন্সীর পর্যন্ত রাস্তা সংস্কার না করে ৫ মেট্রিক টন গম উত্তোলন সহ সিংহেরগাও এর কর বাড়ি হতে তালেব মেম্বারের বাড়ি হয়ে উত্তর পাড়া মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার বাবদ ৪

মেট্রিক টন চাল আত্মসাৎ করেন বর্তমান চেয়ারম্যান। এ ছাড়াও ২০২২-২৩ অর্থ বছরের রামপুর বাজারের ইজারাদারের ৫% অর্থ দ্বারা ২ লক্ষ টাকার কর্মসূচীর ডাবল প্রকল্প দেখিয়ে কোন কাজ না করেই সম্পূর্ণ টাকা

আত্মসাৎ করে এবং ২০২১-২২ অর্থ বছরের LGSP – 3 প্রকল্পের অব্যয়িত অর্থ দ্বারা আশুজিয়া জেএনবি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ টি নতুন সিলিংফ্যান ক্রয় না করে বিদ্যালয়ে পুরাতন ফ্যান রঙ করে এলজিএসপি -৩ ও সৌজন্যে

মঞ্জুর আলী চেয়ারম্যান লেখে প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত ৮৪,০০০/- টাকা আত্মসাৎ করে তৎকালীন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুর আলী চেয়ারম্যান। ২০২২-২৩ অর্থ বছরে উন্নয়ন সহায়তা

প্রকল্পের কাজ প্রাক্কলন অনুযায়ী করে নাই যা এলাকায় দৃশ্যমান হয়ে আছে । এ রকম কাজগুলো হলো ,নগুয়া রতনের বাড়ি হতে মালেকের বাড়ি রাস্তা সিসিকরণ , চান্দু পাড়া দিলোয়ার হাকিমের বাড়ি হতে রোকনের

বাড়ি পর্যন্ত রাস্তা সিসিকরণ , সিংহেরগাও উত্তরপাড়া সাত্তারের পুকুরের পশ্চিমপাড়ের প্যারাসাইডিং করণের টাকা আত্মসাৎ। আশুজিয়া ইউনিয়ন পরিষদের অতি দরিদ্রের নামে কর্ম সংস্থান কর্মসূচির আওতায় মোট

শ্রমিক সংখ্যা ১২৮ জন । সিম তার কাছে রেখে এর মধ্যে চেয়ারম্যান মঞ্জুর আলী ভূয়া শ্রমিকের নাম দেখিয়ে অর্ধেকেরও বেশি শ্রমিকদের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন বলে জানান এলাকাবাসী ।

নাম না প্রকাশ করার শর্তে অর্ধ শতাধিক এলাকাবাসী আরো বলেন , চেয়ারম্যান মঞ্জুর আলীসহ দুর্বৃত্তদের বিচার চাই । এ ব্যাপারে জানতে চাইলে আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলীর বাড়িতে গিয়ে ও মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব নয়নি ।

সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে অসংখ্য দুর্নীতি ও বেআইনি কার্যকলাপ সম্পর্কে তদন্তপূর্বক ন্যায় বিচারের দাবিতে ইউনিয়নবাসী জোর দাবি জানান এবং দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সকলের অংশগ্রহণ কামনা করেন ।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ