সুনামগঞ্জে পাচাঁরকালে পিকআপ সহ ৩৫বস্তা সরকারি চাল আটক

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি:

১৭০

সুনামগঞ্জে পাচাঁরকালে একটি পিকআপসহ ৩৫বস্তা সরকারি চাল আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৮টায় এঘটনাটি ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের ১০টাকা কেজি মূল্যে চাল বিক্রির জন্য ডিলার নিয়োগ করা হয় নাদিয়া ট্রেডাসের মালিক আব্দুল মালিককে।

গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় অনুমান ৬টায় ৫০ কেজি ওজনের ৩৫বস্তার চাল পাশর্^বর্তী কৈতক-রাউলী গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমানের কাছে বিক্রি করে দেওয়া হয়।

এঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পিকআপসহ ৩৫বস্তা চাল আটক করে থানায় খবর দেয়। পরে রাত অনুমান ৮টায় ছাতক থানার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে পাচাঁরকৃত সরকারি চালসহ পিকআপ আটক করে। ছাতক থানার ওসি নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.